Site icon Jamuna Television

মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ভারত

মাঝারি পাল্লার অগ্নি-২ সিরিজের ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পরমাণু শক্তিধর দেশ ভারত। অগ্নি সিরিজের এ ক্ষেপনাস্ত্রগুলো পরমাণু অস্ত্র বহনে সক্ষম।

দেশটির প্রতিরক্ষা বিভাগ সূত্র জানিয়েছে,  মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টা ৩৮ মিনিটে দুই হাজার কিলোমিটার পাল্লার পরীক্ষামূলকভাবে ওড়িশা উপকূলের আব্দুল কালাম দ্বীপের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের ৪ নম্বর কমপ্লেক্স থেকে ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য এই ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়।

ডিআরডিও জানায়, ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ সশস্ত্র বাহিনীর মহড়া অংশ হিসেবে করা হয়েছে।

সেনা স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড পরীক্ষামূলক উৎক্ষেপণের কাজটি পরিচালনা করেছে, এবং এতে সহায়তা করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলাপমেন্ট অরগানাইজেশন (ডিআরডিও)।

অগ্নি ২ ক্ষেপনাস্ত্র লম্বায় ২০ মিটার, ওজন ১৭ টন, এবং এটি ১০০০ কেজি ওজনের পরমানু অস্ত্র ২ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

যমুনা অনলাইন: এফএইচ

Exit mobile version