Site icon Jamuna Television

আমেরিকা প্রবাসী চাচাকে গুলি করে হত্যা করলো ভাতিজা

মুন্সিগঞ্জ প্রতিনিধি :

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাইকেল রোজারিও নামে এক আমেরিকা প্রবাসীকে গুলি করে হত্যা করেছে তারই আপন ভাতিজা গেনেট রোজারিও। হত্যাকারী নিজেও আমেরিকা প্রবাসী। শুক্রবার (১১ জুন) দিবাগত রাতে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার খ্রিস্টান পল্লীর কেয়াইন ইউনিয়নের শুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কেয়াইন ইউপি সদস্য নয়ন রোজারিও জানান, সম্পত্তির বিরোধ নিরসনে প্রায় দুই মাস আগে চাচা ও ভাতিজা দুজনেই বাংলাদেশে আসে। শুক্রবার সন্ধ্যায় তাদের বাড়িতে এ নিয়ে স্থানীয়ভাবে আলোচনা হয় এবং জমি নিয়ে বিরোধের অবসান ঘটে। কিন্তু রাতে ভাতিজা গ্রেনেট চাচা মাইকেল রোজারিওকে গুলি করলে আহত মাইকেলকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।

সিরাজদিখান থানার ওসি (তদন্ত) মো.কামরুজ্জামান জানান, জমি নিয়ে বিরোধের জেরে
এই হত্যা করা হয়েছে বলে আমরা ধারণা করছি। পুলিশ আরও জানায়, হত্যায় ব্যবহৃত একনলা বন্ধুক ও তিন রাউন্ড গুলিসহ গ্রেনেট রোজারিওকে গ্রেফতার করা হয়েছে।

Exit mobile version