Site icon Jamuna Television

মঙ্গলগ্রহ থেকে সেলফি পাঠিয়েছে চীনা মহাকাশযান

চীনের মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, তাদের পাঠানো মহাকাশযান ঝুরং মঙ্গলগ্রহ থেকে সেলফি পাঠিয়েছে।

সেলফি তোলার জন্য এই রোবটযান প্রথমে একটি তারবিহীন ক্যামেরা বসায় লালগ্রহের মাটিতে। এরপর ছয় চাকায় কিছুটা পিছিয়ে এসে সেলফি তোলে ঝুরং। ছবিতে রোভার যানের পাশে একটি প্ল্যাটফর্ম দেখা যায়। অপর একটি ছবিতে মঙ্গলগ্রহের বিস্তীর্ণ এলাকা দেখা যায়।

২৪০ কেজি ওজনের এই রোভারযানে আছে ৬ ধরনের সরঞ্জাম। যার মাধ্যমে মঙ্গলগ্রহণ ছবি এবং বিভিন্ন নমুনা সংগ্রহ করা সম্ভব।

Exit mobile version