Site icon Jamuna Television

৬০ শতাংশ মহার্ঘ ভাতার দাবি সরকারি ৩য় শ্রেণি কর্মচারী সমিতির

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় ৬০ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার দাবি জানিয়েছে সরকারি তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতি। এছাড়াও সরকারের কাছে নবম বেতনস্কেল চালুসহ আরও ৬ দফা দাবি জানিয়েছে সংগঠনটি।

শনিবার (১২ জুন) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তারা এসব দাবি জানান। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নবম বেতন স্কেল চালু না হওয়া পর্যন্ত ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের মূল বেতনের ৬০ শতাংশ মহার্ঘ ভাতা দিতে হবে।

এছাড়াও সমিতির নেতারা আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ বাতিলের দাবি জানিয়ে শূন্য পদে সরাসরি কর্মচারী নিয়োগ করতে বলেন। পাশাপাশি ১১ থেকে ১৬ গ্রেডভূক্ত কর্মচারীদের দশম গ্রেডে পদোন্নতির দাবি জানান তারা। কর্মচারীদের কল্যাণ ট্রাস্ট, টাইমস্কেল, সিলেকশন গ্রেড ও অগ্রিম ঋণ মঞ্জুরের মতো বিষয়গুলো যার যার প্রতিষ্ঠানের ওপর ছেড়ে দেওয়ারও দাবিও উঠে আসে তাদের বক্তব্যে।

Exit mobile version