Site icon Jamuna Television

সিলেটে উদ্বোধন হলো অনূর্ধ্ব ১৭ বালক-বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

সিলেটে উদ্বোধন হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার দুপুরে সিলেট জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমেদ সেলিমসহ স্থানীয় রাজনৈতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, করোনা মহামারির সময়ে পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মেনে খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে তরুনরা মানসিকভাবে উজ্জীবিত থাকবে। বক্তারা আশা প্রকাশ করেন এধরণের বয়স ভিত্তিক টুর্নামেন্ট আগামীদিনের জাতীয় মানের খেলোয়াড় তৈরীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকেরা জানান, অনুর্ধ্ব ১৭ বালক ও বালিকা বিভাগে প্রতিটি উপজেলার একটি করে দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে দক্ষিণ সুরমা উপজেলা ও বিশ্বনাথ উপজেলা বালক ও বালিকা দল অংশ নেয়। আগামী মঙ্গলবার (১৫ জুন) টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

Exit mobile version