Site icon Jamuna Television

চার ম্যাচ নিষিদ্ধ সাকিব?

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আম্পায়ারের সঙ্গে বাজে আচরণের শাস্তি পেলেন সাকিব আল হাসান। আচরণবিধি ভাঙায় মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসানকে ৪ ম্যাচ নিষিদ্ধের সুপারিশ করেছে আম্পায়াররা। মোহামেডান ক্লাবসূত্রে তার শাস্তির বিষয়টি জানা গেছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

গতকাল আবাহনীর বিপক্ষে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের অসন্তোষ জানিয়ে দুই দফা স্টাম্প ভাঙায় সাকিবকে এই শাস্তি দেওয়া হয়।

আবাহনী-মোহামেডানের ম্যাচে নিজের বোলিংয়ের সময় আবাহনীর অধিনায়ক মুশফিকুর রহিমের বিপক্ষে এলবিডব্লিউর আবেদনে আম্পায়ারের সাড়া না পেয়ে স্টাম্পে লাথি মারেন সাকিব। পরের ওভারেই বৃষ্টি নামলে আম্পায়ার খেলা বন্ধ করলে সাকিব আবারও স্টাম্প উপড়ে ফেলেন।

ইউএইচ/

Exit mobile version