Site icon Jamuna Television

কুড়িগ্রামে হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের হিমাগারগুলোতে আকস্মিক আলুর বস্তা সংরক্ষণের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ এবং মানববন্ধন করেছে কুড়িগ্রামের আলুচাষী ও ব্যবসায়ীরা। শনিবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলায় কাঁঠালবাড়ি বাজারে কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক ঘন্টাখানিক অবরোধ করা তারা।

মানব বন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য আব্দুল হক ব্যাপারী, আলুচাষী আইয়ুব আলী, মোস্তফা কামাল, আকবর আলী, দুলাল ব্যাপারী প্রমুখ।

এসময় আব্দুল হক ব্যাপারী বলেন, ‘গত বছর প্রতি বস্তা আলু সংরক্ষণের ভাড়া ছিল ২২০ টাকা। চলতি আলুর মৌসুমে হিমাগার মালিকরা হঠাৎ করে বস্তা প্রতি আরও ১১০ টাকা করে আলুর ভাড়া বৃদ্ধি করে। করোনার কারণে বর্তমানে কুড়িগ্রাম থেকে বিদেশে আলু রপ্তানি বন্ধ রয়েছে। ফলে চরম ঝুঁকিতে থাকা আলুচাষী এবং আলু ব্যবসায়ীগণ অযৌক্তিক এই ভাড়া বৃদ্ধির কারণে লোকসানের মুখে পড়ার আশংকা করছেন। ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বর্তমানে আলুচাষী ও ব্যবসায়ীরা হিমাগার থেকে আলু উত্তোলন বন্ধ রেখেছেন। দাবী আদায় না হলে সামনে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা।

Exit mobile version