Site icon Jamuna Television

ভ্যাকসিন নিয়ে চীনের সাথে চুক্তি সম্পন্ন হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ফাইল ছবি।

ভ্যাকসিন নিয়ে চীনের সাথে চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার দুপুরে চিকিৎসক মাহমুদ মনোয়ারের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অনলাইনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চুক্তি অনুযায়ী ভারত থেকে ভ্যাকসিন পাওয়া না গেলেও সরকার বসে নেই। বিভিন্ন দেশ থেকে সরকার করোনার টিকা আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বলেন, স্বাস্থ্যসেবা খাতে যারাই দুর্নীতি করে তাদের আইনের আওতায় আনা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version