Site icon Jamuna Television

মাছ কিনলে কাঁচা মরিচ ফ্রি!

পাবনা প্রতিনিধি :

মাছ কিনলেই এক কেজি কাঁচা মরিচ ফ্রি দিচ্ছেন পাবনার বেড়া পৌর বাজারের মাছ বিক্রেতা শহিদুল সাধু। কাঁচা মরিচের দাম কমে যাওয়ায় মাছ বিক্রি বাড়াতে এই পন্থা অবলম্বন করেছেন তিনি।

মাছ বিক্রেতা শহিদুল সাধু জানান, সিঅ্যান্ডবি চতুর বাজার আড়ত থেকে মাছ কেনার সময় তিনি দেখেন কৃষকরা একমণ কাঁচা মরিচ ৮০ থেকে ১০০ টাকা দরে বিক্রি করছে। তাই তিনি পাইকারি দরে কাঁচা মরিচ কিনে এনে মাছ বিক্রির কাটতি বাড়াতে বাড়াচ্ছেন।

বেড়া ও আশপাশের বাজারে পাইকারি প্রতিমণ কাঁচা মরিচ ৮০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হলেও খুচরা বাজারে প্রতি কেজি ১০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বেড়ার সিঅ্যান্ডবি চতুর বাজারে কাঁচা মরিচ বিক্রি করতে আসা সাঁথিয়া উপজেলার চমরপুর গ্রামের কৃষক আমিন উদ্দিন বলেন, জমি থেকে একমণ কাঁচা মরিচ তুলতে শিশু শ্রমিকদের দিতে হয় তিন টাকা। বস্তায় ভরে সেই মরিচ রিকশা বা ভ্যান ভাড়া করে হাটে এনে প্রতিমণ বিক্রি করতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা দরে। এতে লাভতো দূরের কথা উৎপাদন খরচও উঠছে না বলে জানান এই কৃষক।

Exit mobile version