Site icon Jamuna Television

পুলিশ পরিচয়ে মুরগি ব্যবসায়ীর টাকা নিয়ে যাওয়ার অভিযোগ

পাবনা প্রতিনিধি:

পাবনার আটঘরিয়া উপজেলায় পুলিশের এসআই পরিচয়ে আব্দুর রাজ্জাক নামে এক মুরগি ব্যবসায়ীর ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে। গত শুক্রবার (১১ জুন) সন্ধ্যায় কড়ইতলা নামক স্থানে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

মুরগী ব্যবসায়ী আব্দুর রহমান জানান, আমি একদন্ত বাজার থেকে চাটমোহরের উদ্দেশ্যে রওনা হই। আটঘরিয়ার জালালের ঢালে পৌঁছালে দুইজন মোটরসাইকেল নিয়ে আমার গাড়ির গতিরোধ করে সামনে দাঁড়ায় এবং বলে আমরা পুলিশের এসআই। গাড়ি সার্চ করতে হবে। তখন লোকজন জড়ো হলে তারা আমাকে ছেড়ে দেয়। তারপর আটঘরিয়া বাজার ছাড়িয়ে কড়ইতলা নামক স্থানে পৌঁছালে তারা আবার সামনে দাঁড়ায়। তখন চাকু ধরে আমার কাছে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

টাকা নিয়ে যাওয়া ব্যক্তিদের দেখলে চিনতে পারবেন বলে জানিয়েছেন ওই মুরগি ব্যবসায়ী।

সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও ভুক্তভোগীর বর্ণনা শুনে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন আটঘরিয়া থানার ওসি হাফিজুর রহমান।

Exit mobile version