Site icon Jamuna Television

ইত্যাদির ‘নাতি’র মৃত্যুর গুজব: লাইভে এসে বললেন ‘বেঁচে আছি’

দর্শকপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি’র তুমুল জনপ্রিয় চরিত্র ‘নাতি’। এই চরিত্রে অভিনয় করে দেশজুড়ে খ্যাতি পাওয়া অভিনেতা শওকত আলী তালুকদার নিপু (৪০)’র মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এমন পরিস্থিতি যে কারও জন্যই অস্বস্তিকর। এক ভিডিওবার্তায় ‘নাতি’ জানালেন তিনি জীবিত আছেন। 

ভিডিওবার্তায় নিপু বলেন, দর্শক আমি নিপু, আপনাদের প্রিয় নাতি। আমার ছোট ভাই পলাশের ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করছি। গতকাল কোনো একটি অনলাইন সংবাদপত্রে খবর প্রকাশ পেয়েছে, বাংলাদেশ চলচ্চিত্রের এক নাতি মারা গেছেন। তবে আমি ইত্যাদির নাতি, আপনাদের প্রিয় নাতি এখনো জীবিত আছি। সবাই দোয়া করবেন, যেন দীর্ঘদিন আপনাদের মাঝে থাকতে পারি।

এদিকে শুক্রবার (১১ জুন) থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিপুর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অবশ্য জনপ্রিয় মানুষদের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়া নতুন কিছু না। প্রায়ই বিভিন্ন প্রবীণ ও জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের মৃত্যুর গুজব সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা যায়।

১৯৮১ সালে ঢাকায় জন্মেছেন শওকত আলী তালুকদার নিপু। তার গ্রামের বাড়ি জামালপুর। পরিবারের সঙ্গে থাকেন ঢাকার উত্তরায়। গত ২৮ বছর ধরে ইত্যাদি’র ‘নানা-নাতি’ পরবর্তীতে ‘নানী-নাতি’ নাট্যাংশে দেখা গেছে নিপুকে। প্রথম পর্ব প্রচারের পর থেকেই দর্শকরা সাদরে গ্রহণ করেন তাকে। বর্তমানে ইত্যাদি ছাড়া অন্য কোনো অনুষ্ঠানে কাজ করেন না তিনি।

এদিকে, মোস্তাফিজুর রহমান নামের এক কৌতুক অভিনেতা মারা গেছেন। তাকে দেখা গেছে হারুণ কিসিঞ্জার, চিকন আলীদের সঙ্গে অভিনয় করতে। কিছু সিনেমাতেও কাজ করেছেন মোস্তাফিজ। তার বাড়ি জয়পুরহাটে। শ্বাসকষ্টে ভুগে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন অভিনেতা চিকন আলী। মূলত মোস্তাফিজের মৃত্যুর পরই নিপুর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।
‘নাতি’র সেই ভিডিও


Exit mobile version