Site icon Jamuna Television

পারিশ্রমিক বেশি চাওয়ায় কারিনাকে বয়কটের ডাক

প্রাচীন সাহিত্যগ্রন্থ ‘রামায়ণ’ নিয়ে নির্মিত হতে যাচ্ছে হিন্দি সিনেমা ‘সীতা’। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার জন্য প্রস্তাব দেয়া হয়েছিল কারিনা কাপুরকে। যার জন্য এই অভিনেত্রী ১২ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছে বলে গুঞ্জন উঠেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে।

এই খবর প্রকাশ হতেই করিনার উপর ক্ষেপে যায় নেটিজেনদের একাংশ। এমন চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েও প্রায় দ্বিগুণ অঙ্কের পারিশ্রমিক দাবি করাকে ‘অমানবিক’ আচরণ হিসেবে দেখছে নেটিজেনরা। অনেকের মতে, হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে কারিনা।

কারিনার এমন আচরণকে তুলনা করা হচ্ছে স্বামী সাইফ আলি খানের সঙ্গে। নেটিজেনদের মতে, ‘তাণ্ডব’-এর মতো ওয়েব সিরিজে অভিনয় করে হিন্দুদের অনুভূতিতে আঘাত দিয়েছে সাইফ। কারিনাও একই ঘটনার পুনরাবৃত্তি করছে।

এদিকে বলিউডের এই প্রথম সারির অভিনেত্রীর প্রতি ক্ষোভ প্রকাশ করতে টুইটারে #বয়কটকারিনাখান ট্রেন্ডও শুরু হয়েছে। এই বিষয়ে কারিনার পক্ষ থেকে কোন ধরনের মন্তব্য পাওয়া যায়নি।

Exit mobile version