Site icon Jamuna Television

মাঠে ঢলে পড়লেন এরিকসন, ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচ স্থগিত

ইউরো ২০২০ এর গ্রুপ পর্বের ডেনমার্ক বনাম ফিনল্যান্ড এর ম্যাচে মাঠে ঢলে পড়লেন ক্রিশ্চিয়ান এরিকসেন। ঘটনার পরপরই উয়েফার পক্ষ থেকে খেলাটি স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়।

ম্যাচের ৪২ মিনিটের মাথায় ‘থ্রু’ করা বলের দিকে এগিয়ে যাচ্ছিলেন এরিকসেন। তখন বলটি তার পায়ে লাগার পর হঠাৎই সাইডলাইনের পাশে হোঁচট খেয়ে পড়ে যান তিনি। তা দেখে সতীর্থরা দ্রুত এগিয়ে যান এবং জরুরি চিকিৎসার আহ্বান জানান। মাঠের মধ্যেই ১০ মিনিট চিকিৎসা করা হয় এরিকসনের। এইসময় সিপিআর এবং ইলেকট্রনিক শক দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

এরিকসেনের চিকিৎসা চলার সময় তাকে ঘিরে থাকেন সতীর্থরা। মাঠের মধ্যেই ফুটবলারদের চোখে জল দেখা যায়। সতীর্থকে হারানোর ভয় কেঁদে ফেলেন তারা। দর্শকরাও মুখ ঢেকে ফেলেন। সকলের মধ্যেই চিন্তার ছাপ। পরে অবশ্য স্ট্রেচারে করে মাঠ ছাড়ার সময় তার জ্ঞান ফিরে এসেছে। উয়েফার তরফে জানানো হয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এরিকসেনকে।

 

Exit mobile version