Site icon Jamuna Television

রাজশাহীতে ক্রেতাশূন্য আমের বাজার

গোপালভোগ, লক্ষণভোগ, ক্ষিরসাপাত, রানিপছন্দের মত সুস্বাদু পরিপক্ক আমে সয়লাব রাজশাহীর বাজার। অথচ বাজারে দেখা মিলছে না কাঙ্ক্ষিত ক্রেতার। শুরুর দিকে কিছুটা দাম মিললেও ভরা মৌসুমে দিনকে দিন কমছে আমের দাম। লক্ষণভোগের মত ভালো জাতের আম মনপ্রতি বিক্রি হচ্ছে মাত্র ৬শ টাকায়। অন্যান্য আমের দাম আরও কম। চাষি ও ব্যবসায়ীরা বলছেন, করোনার বিধিনিষেধ ও চাহিদার তুলনায় সরবরাহ বেশি হওয়ায় বাজার দিনকে দিন নিম্নগামী।

গত কৃষি বছরে রাজশাহীতে প্রাকৃতিক দুর্যোগে প্রায় ২ হাজার ৭শ হেক্টর জমির আমের ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত হন প্রায় ৭০ হাজার কৃষক। বার্ষিক প্রতিবেদনে কৃষি বিভাগ বলছে, আর্থিক ক্ষতির পরিমাণ ছিল প্রায় ১১০ কোটি টাকা। এবারও রাজশাহীতে আমের ক্রেতা না থাকায় লোকসানের সম্ভাবনা দেখছেন কৃষকরা।

অবশ্য রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলীম উদ্দিন আশা করছেন বাম্পার ফলন হওয়ায় দাম কম হলেও পরিমাণগত দিক দিয়েই চাষিরা তা পুষিয়ে নিতে সক্ষম হবেন। অন্যদিকে কৃষি বিভাগ জানিয়েছে, মধ্যস্বত্ত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করা ছাড়াও আম সংরক্ষণ ও রপ্তানির উদ্যোগ নিচ্ছে তারা।

Exit mobile version