Site icon Jamuna Television

৬ কোটি ডোজ টিকা ফেলে দেবে যুক্তরাষ্ট্র

‘ব্যবহারের অনুপযোগী’ হয়ে যাওয়ায় ছয় কোটি ডোজ টিকা ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। জনসন অ্যান্ড জনসনের ইমারজেন্ট বায়োসলিউশনের কারখানায় তৈরি এসব টিকা গত এপ্রিলের শুরুতে এসব টিকায় সমস্যা খুঁজে পায় দেশটি।

শুক্রবার (১১ জুন) যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সম্ভাব্য দূষণের কথা মাথায় রেখে যুক্তরাষ্ট্র এসব টিকা ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত এপ্রিলে একই কারখানায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ও জনসনের টিকার উপকরণ নিয়ে কাজ করায় এগুলো মিশে গিয়ে টিকা নষ্ট হয়েছে বলে ধারণা করছে এফডিএ।

যুক্তরাষ্ট্রে প্রয়োগ করা জনসনের টিকা এর আগে নেদারল্যান্ডে উৎপাদন করা হতো। এপ্রিলে ইমারজেন্ট বায়োসলিউশনস কারখানায় উৎপাদন শুরুর পর প্রায় ১০ কোটি ডোজ টিকা ঠিকঠাক সংরক্ষণ না করার অভিযোগে পর্যবেক্ষণে রাখে এফডিএ। এরপর প্রাথমিক তদন্তেও এর প্রমাণও খুঁজে পায় তারা। সেই অভিযোগেই এবার এই বিপুলসংখ্যক টিকা নষ্ট করা হচ্ছে।

Exit mobile version