Site icon Jamuna Television

‘করোনায় তরুণরা ভয়াবহ কর্মসংস্থানের ঝুঁকিতে পড়েছে’

কোভিড পরিস্থিতিতে তরুণ জনগোষ্ঠী ভয়াবহ কর্মসংস্থানের ঝুঁকিতে পড়েছে বলে সানেম ও অ্যাকশন এইডের এক যৌথ আলোচনায় বলা হয়। আলোচনা সভায় বলা হয়, শিক্ষা ও স্বাস্থ্য নিয়েও তরুণদের উপর নানা অভিঘাত আসছে, যার দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব রয়েছে। অনলাইনে বাজেট আলোচনায় এসব উদ্বেগজনক তথ্য জানায় অর্থনীতিবিদ ও গবেষকরা।

সানেম ও অ্যাকশন এইড যৌথভাবে আয়োজিত এই আলোচনা সভার মূল প্রবন্ধে বলা হয়, ডিজিটাল বৈষম্যের শিকার হচ্ছেন গ্রামাঞ্চলের তরুণরা। এতে তারা শহরের তুলনায় নানাভাবে পিছিয়ে পড়ছেন। মাত্র ২২ শতাংশ শিক্ষার্থী অনলাইন শিক্ষার সুযোগ পেয়েছেন। ৫৭ শতাংশ তরুণই প্রযুক্তির সেবা নিতে পারেননি।

তরুণ জনশক্তির সুবিধা কাজে লাগাতে বাজেটে সুষ্পষ্ট কোনো দিক নির্দেশনা নেই বলেও দাবি করা হয় ওই আলোচনা সভায়।

Exit mobile version