
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বাদলের ওপর হামলার প্রতিবাদে ৪৮ ঘন্টার অবরোধ চলছে। আজ ২য় দিনের অবরোধে সকাল থেকে উপজেলার বসুরহাট, চাপরাশিরহাট, বাংলাবাজারসহ বিভিন্ন এলাকায় সড়কে গাছের গুড়ি ফেলে, টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে অবরোধকারীরা। বন্ধ রয়েছে সব ধরণের যানবাহন চলাচল।
নাশকতা ঠেকাতে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ, গোয়েন্দা পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিস কর্মীরা টহল দিচ্ছে এবং সড়কে ফেলে রাখা গাছের গুড়িগুলো সরিয়ে দিচ্ছে।
এদিকে মিজানুর বাদলের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিকেলে বসুরহাটে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে উপজেলা আওয়ামীলীগের বাদল সমর্থিত অংশ।
উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুব রশিদ মঞ্জু বলেন, ৪৮ ঘন্টার মধ্যে দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচী দেয়া হবে।
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply