Site icon Jamuna Television

নাইজেরিয়ায় একাধিক গ্রামে সন্ত্রাসী হামলা, নিহত কমপক্ষে ৫৩

আবারও বড় ধরণের সহিংসতার ঘটনা দেখলো নাইজেরিয়া। জামফ্রা প্রদেশের একাধিক গ্রামে সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৫৩ জন।

শনিবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সরকার। কর্তৃপক্ষ জানায়, বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে গ্রামগুলোয় প্রবেশ করে অস্ত্রধারীরা। একের পর এক গ্রামে চালায় তাণ্ডব, হত্যা ও লুটপাট। জ্বালিয়ে দেয় বাড়িঘর। বৃহস্পতিবার থেকে শুক্রবার রাতভর চলে এ সন্ত্রাসী কর্মকাণ্ড।

কাছাকাছি জঙ্গলেই লুকিয়ে আছে হামলাকারীরা এমন ধারণা গ্রামবাসীদের। যেকোনো সময় আবারও হামলার আশঙ্কা তাদের। জামফ্রা প্রদেশের বিভিন্ন গ্রামে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

নাইজেরিয়ায় দিনদিনই বাড়ছে এ ধরনের হামলার ঘটনা। একইসাথে প্রায়ই অপহরণের শিকার হয় স্কুল শিক্ষার্থীরা। গত ৬ মাসে সাড়ে ৮শ’র বেশি শিক্ষার্থী অপহৃত হয়।

ইউএইচ/

Exit mobile version