Site icon Jamuna Television

তিমির পেট থেকে প্রাণ নিয়ে ফিরলো জেলে

তিমির খাবার হতে হতেও বেঁচে ফিরলো মৎস্যজীবী মাইকেল প্যাকার্ড (৫৬)। সমুদ্রে মাছ ধরতে গিয়ে একটি হাম্পব্যাক তিমির কবলে পড়েন তিনি। হাঁ করে তাকে গিলে নেয় তিমিটি। কিন্তু আস্ত মানুষ গিলতে না পেরে কয়েক মুহূর্ত পরই ওই ব্যক্তিকে উগরে দেয় সে। মৃত্যুর মুখ থেকে প্রাণ নিয়ে ফিরে এসে ভাগ্যকেও বিশ্বাস করতে পারছে না প্যাকার্ড।

শুক্রবার (১১ জুন) আমেরিকার ম্যাসাচুসেটসের দ্বীপে এই ঘটনা ঘটেছে। পেশায় মৎস্যজীবী ৫৬ বছর বয়সী মাইকেল প্যাকার্ড তার এক সহযোগীকে নিয়ে সমুদ্রে গলদা চিংড়ি ধরতে গিয়েছিলেন। সে একজন ডুবুরিও। গভীর জলে নেমে গলদা ধরেন। তা করতে গিয়েই শুক্রবার জলের নীচে ঝাঁকুনি অনুভব করেন। আচমকা একটা ধাক্কা খেয়ে চারদিক অন্ধকার হয়ে যায় তার।

মাইকেল যেখানে মাছ ধরতে গিয়েছিলেন, সেখানে হাঙরের আনাগোনা আছে। তাই হাঙরই তাকে গিলে ফেলেছে বলে প্রথমে ভেবেছিলেন মাইকেল। কিন্তু পরক্ষণেই বুঝতে পারেন হাঙর নয়। শরীরে তেমন কোনও যন্ত্রণাও অনুভব করেননি বলেও জানান মাইকেল। শুধু তাই নয়, তিমির মুখের ভিতরে তাচর শ্বাস-প্রশ্বাসও চলছিল বলে জানিয়েছেন তিনি।

Exit mobile version