Site icon Jamuna Television

দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান

নবনিযুক্ত বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানকে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল তিনি বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সকালে গণভবনে বিমান বাহিনীর নতুন প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানকে আনুষ্ঠানিকভাবে ব্যাজ পরানো হয়। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শনিবার বিকেলে বিমান বাহিনী প্রধানের কার্যালয়ে বিদায়ী প্রধানের কাছে থেকে দায়িত্ব বুঝে নেন শেখ আব্দুল হান্নান। আগামী তিন বছর বিমান বাহিনী প্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন।

Exit mobile version