Site icon Jamuna Television

নাটোর পৌরসভা কার্যালয়ে লকডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ

নাটোর প্রতিনিধি:

কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নাটোর পৌরসভা কার্যালয়ে লকডাউন ঘোষণা করেছে পৌর কর্তৃপক্ষ। রবিবার দুপুরে নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি এই লক ডাউনের ঘোষণা দেন। আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই লক ডাউন চলবে।

পৌর মেয়র উমা চৌধুরী জলি জানান, পৌরসভায় কর্মরত ৪৪ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ১৪ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছেন। কার্যালয়ের আরো অনেকে অসুস্থ থাকায় তাদেরও নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়েছে। তারা এখন নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন। পৌরসভার জরুরী কাজের জন্য ২/১টি শাখায় সীমিত ভাবে কাজ চললেও জনসাধারণের কার্যালয় প্রাঙ্গণে প্রবেশ নিষেধ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই লকডাউন চলবে বলে তিনি জানান।

এর আগে ৯ জুন থেকে ১৫ জুন পর্যন্ত নাটোর পৌর এলাকার ৯টি ওয়ার্ডে এবং সিংড়া পৌরসভায় সাতদিনের লক ডাউন চলছিল।

Exit mobile version