Site icon Jamuna Television

কলম্বিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত কমপক্ষে ৯

কলম্বিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ৯ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার বোয়াকা রাজ্যের সোকা পৌরসভা এলাকায় ঘটে এ দুর্ঘটনা।

দুর্ঘটনার পর খনিতে আটকা পড়েন ১২ শ্রমিক। তাদের মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার ব্রিগেড। বাকি নয়জন ঘটনাস্থলেই নিহত হন। বিস্ফোরণের কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ। তবে মাটির নিচের মিথেন বিস্ফোরণের ফলে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন তারা।

লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় রয়েছে প্রচুর কয়লা ও সোনার খনি। এগুলো উত্তোলনের সময় প্রায়ই ঘটে দুর্ঘটনা। ২০১০ সালে দেশটিতে ভয়াবহ এক খনি দুর্ঘটনায় ৭৩ জনের মৃত্যু হয়।

ইউএইচ/

Exit mobile version