Site icon Jamuna Television

শত শত বানরে ছেয়ে গেছে চীনের ছো-চিং অঞ্চল

শত শত বানরে ছেয়ে গেছে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ছো-চিং অঞ্চল। পাহাড়ে ঘেরা অঞ্চলটিতে মেতে রয়েছে বানরের দল। এ দৃশ্য দেখে মুগ্ধ পর্যটকরাও।

বানরগুলো ঝাঁপিয়ে পড়ছে নদীর পানিতে। সাঁতরে নদীর এপার-ওপার করছে। এলাকাটিতে অনেক মানুষের আনাগোনা রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো মানুষকে আঘাত করেনি দলটি।

চীনের এই অঞ্চলটিতে বানরের উপস্থিতি খুব কম। তাই একসাথে এতো বানর দেখে উচ্ছ্বসিত পর্যটকরাও। তাদের কাজকর্ম ক্যামেরাবন্দী করতে ব্যস্ত তারা। বলছেন, এমন অসাধারণ দৃশ্য তারা আগে দেখেননি। তবে বানরের দল বেধে এলাকা পরিবর্তনের কারণ নিশ্চিতভাবে জানায়নি কর্তৃপক্ষ।

ইউএইচ/

Exit mobile version