Site icon Jamuna Television

চীনে গ্যাস লাইনে বিস্ফোরণ, ১২ জনের প্রাণহানি

চীনে গ্যাস লাইনে বিস্ফোরণে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আহত দেড় শতাধিক মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৩৭ জনের অবস্থা গুরুতর।

রোববার ভোরে হুবেই প্রদেশের শিয়ান শহরের একটি আবাসিক এলাকায় এ বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ভয়াবহতায় ধসে পড়ে কয়েকটি ভবন।

ফায়ার ব্রিগেডের আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেকে। বিস্ফোরণের কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ। অবশ্য দুর্বল ব্যবস্থাপনার জন্য প্রায়ই চীনের গ্যাসলাইনে দুর্ঘটনা ঘটে থাকে। ২০১৩ সালে কিংদাও বন্দরে ভূগর্ভস্থ পাইপলাইন বিস্ফোরণে ৫৫ জনের মৃত্যু হয়।

ইউএইচ/

Exit mobile version