Site icon Jamuna Television

দিনে ৬০ লাখ টাকা পারিশ্রমিক নিবে আলিয়া ভাট

বলিউড সেনসেশন আলিয়া ভাটের সিনেমার কাটতি দিনদিন বেড়েই চলছে। এতে নির্মাতারাও ঝুঁকছেন তার প্রতি। সুযোগে পারিশ্রমিকও বাড়িয়ে দিয়েছে এই নায়িকা। নতুন সিনেমায় আলিয়া ভাট প্রতিদিনের শুটের জন্য চাইছেন ৬০ লাখ টাকার বেশি। শুধু কি তাই, সঙ্গে দিতে হবে ব্যক্তিগত সহকারীর পারিশ্রমিক, হোটেল ও ভ্রমণ খরচ!

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিটের খবর, আলোচিত দক্ষিণী ‘আরআরআর’ সিনেমার জন্য এমন পারিশ্রমিক দাবি করেছেন তরুণ এই অভিনেত্রী।

সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে , ‘আরআরআর’ সিনেমার জন্য দর কষাকষি করে প্রতিদিনের শুটের জন্য আলিয়াকে ৫০ লাখ রুপি দিতে রাজি হয়েছেন নির্মাতা, যা বাংলাদেশি মুদ্রায় ৬০ লাখ টাকার বেশি। আলিয়াকে শুটিং করতে হবে ১০-১২ দিন, সেই হিসাবে পুরো সিনেমার জন্য আলিয়া পাবেন প্রায় পাঁচ কোটি রুপির বেশি।

তবে এখানেই শেষ নয়, নিজের ব্যক্তিগত কর্মীর জন্য আলিয়াকে রোজ দিতে হবে ১ লাখ। অর্থাৎ তাকে দিতে হবে মোট ১২ লাখ রুপি।

অ্যাকশনধর্মী ‘আরআরআর’ সিনেমাটি রচনা ও পরিচালনা করছেন এস এস রাজমৌলি। সিনেমাটিতে দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণের নায়িকা হবেন আলিয়া ভাট। এ ছাড়া এই সিনেমায় দেখা মিলবে জুনিয়র এনটিআর ও অজয় দেবগনের।

Exit mobile version