Site icon Jamuna Television

সামরিক শক্তি বাড়াচ্ছেন কিম জং উন

উত্তর কোরিয়ার সামরিক শক্তি বাড়ানোর আহবান জানিয়েছেন প্রেসিডেন্ট কিম জং–উন।

শনিবার (১২ জুন) দেশটির সরকারি গণমাধ্যম কেসিএনএ’র খবরে জানা গেছে, সেন্ট্রাল মিলিটারি কমিশনের বৈঠকে তিনি এ আহবান জানান।

গত শুক্রবার ওই বৈঠক অনুষ্ঠিত হয়। কোরিয়ায় পরিবর্তিত পরিস্থিতিতে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান কিম। জাতীয় প্রতিরক্ষা খাতে মোড় বদলাতে কিম গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করেন।

এ মাসের শেষে ক্ষমতাসীন দলের সেন্ট্রাল কমিটির পরিকল্পনাবিষয়ক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সূত্র: রয়টার্স

Exit mobile version