Site icon Jamuna Television

বগুড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

বগুড়া ব্যুরো:
বগুড়ার গাবতলীতে পুকুরে গোসল করতে নেমে একই এলাকার দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে গাবতলি উপজেলার নেপালতলি ইউনিয়নের একটি পুকুর থেকে সৌরভ (৮) ও সোহান (৯) নামের দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

গাবতলী থানা পুলিশ জানায়, ডিহিডওর গ্রামের রন্টু মিয়ার ছেলে সৌরভ ও একই এলাকার আব্দুল মজিদের ছেলে সোহান দুপুর একটার দিকে বাড়ির পাশে গ্রামের একটি পুকুরে গোসল করতে যায়। গোসল করার সময় হঠাৎ করে তারা সকলে অজান্তে গভীর পানিতে ডুবে যায়। বাড়িতে না ফেরায় পরিবারে লোকজন তাদের খুঁজতে শুরু করে পরে দুপুর ২ টার দিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে গ্রামের লোকজন পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Exit mobile version