Site icon Jamuna Television

ইংল্যান্ডের মাটিতে কিউইদের সিরিজ জয়

বার্মিংহামে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে ৮ উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতলো নিউজিল্যান্ড।

প্রথম ইনিংসে ৮৫ রানের লিড নিয়ে মাঠে নামে নিউজিল্যান্ড। ম্যাট হেনরির বোলিং তোপে শূন্য রানে আউট হন রোরি বার্নস। ডম সিবলি ও জ্যাক ক্রলি যথাক্রমে ৮ ও ১৭ রান করে সাজঘরে ফেরেন হেনরির বলে। ইংলিশ অধিনায়ক জো রুট ৬১ বলে ১১ রান করে আউট হন প্যাটেলের বলে। এরপর ওলি পোপ ওয়ানডে মেজাজে ২০ বলে ২৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন ওয়াগনারের বলে এলবিডব্লিউ হয়ে। এরপর ডন লরেন্স, জেমস ব্রাসি, ওলি স্টোন কেউই খুব একটা বেশী সময় কাটাতে পারেননি ক্রিজে।

মার্ক উডের ৩৮ বলে ২৯ রানের উপর ভর করে শেষমেষ ১২২ রানে দ্বিতীয় ইনিংস থামে ইংল্যান্ডের। হেনরির মতো ওয়াগনারও নেন ৩টি উইকেট। বোল্ট ও প্যাটেল নেন দুটি করে উইকেট। ফলে ৩৮ রানের ছোট টার্গেট তাড়া করতে নেমে ডেভন কনওয়ে ৪ বলে ৩ রান করে আউট হন স্টুয়ার্ড ব্রডের সুইং এ। এরপর উইল ইয়ং ৩১ বলে ৮ রান করে স্টোনের বলে সাজঘরে ফিরলেও টম ল্যাথামের অপরাজিত ৩২ বলে ২৩ রানে নিউজিল্যান্ড সহজেই পৌছে যায় লক্ষ্যে। ফলে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও ৮ উইকেটে নিউজিল্যান্ড হারায় ইংল্যান্ডকে।

Exit mobile version