Site icon Jamuna Television

স্টার্লিং এর গোলে ইংল্যান্ডের শুভ সূচনা

ওয়েম্বলিতে ২০১৮ বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়াকে একমাত্র গোলে হারিয়ে ইউরো ২০২০ এ শুভ সূচনা করলো ইংল্যান্ড। রাহিম স্টার্লিং এর ৫৭ মিনিটের গোলে গ্যারেথ সাউথগেটের দল এই প্রথম ইউরোর কোনো আসরে প্রথম ম্যাচেই জয় পেল। মাঝমাঠ থেকে বাড়ানো ক্যালভিন ফিলিপসের পাসে গোলরক্ষক ডমিক লিভাকোভিচকে পরাস্ত করে সাউথগেটের বিশ্বাসের মর্যাদা রাখেন স্টার্লিং। এ্যাস্টন ভিলার জ্যাক গ্রিয়ালিশকে না নামিয়ে স্টার্লিংকে খেলানোর বাজিটা কাজে লেগে গেল সাউথগেটের।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ করতে থাকে ইংল্যান্ড। ৫ মিনিটেই ফিল ফোডেনের শট গিয়ে বারে লাগে। অপরদিকে ফাইনাল থার্ডের ব্যর্থতায় ক্রোয়েশিয়া তেমন ধারালো কোন আক্রমণ রচনা করতে পারেনি। ইংলিশ গোলকিপার জর্ডান পিকফোর্ডকে কঠিন কোনো পরীক্ষায়ই ফেলতে পারেনি ক্রোয়াটরা। সারা ম্যাচেই আলো ছড়ানো ‘ইয়র্কশায়ারের পিরলো’খ্যাত ক্যালভিন ফিলিপস হন ম্যান অব দ্য ম্যাচ।

আগামী শুক্রবার (১৮ জুন) স্কটল্যান্ডের বিরুদ্ধে ডি গ্রুপের দ্বিতীয় ম্যাচে ওয়েম্বলিতে খেলবে ইংল্যান্ড। একই দিন হ্যাম্পডেন পার্কে চেক রিপাবলিকের বিরুদ্ধে মাঠে নামবে লুকা মডরিচ বাহিনী।

Exit mobile version