Site icon Jamuna Television

নর্থ মেসিডোনিয়াকে ৩-১ গোলে হারালো অস্ট্রিয়া

ইউরো ২০২০ আসরে গ্রুপ সি এর প্রথম ম্যাচে জয় পেয়েছে অস্ট্রিয়া। বুখায়েস্টের ন্যাশনাল এ্যারেনা স্টেডিয়ামে তারা নর্থ মেসিডোনিয়াকে হারিয়েছে ৩-১ গোলে।

স্টেফান লেইনারের গোলে ম্যাচের ১৮ মিনিটে এগিয়ে যায় অস্ট্রিয়া। ঠিক দশ মিনিট পর গোরান পানদেভের গোলে সমতা আনে নর্থ মেসিডোনিয়া। ৭৮ মিনিটে ডেভিড আলাবার এ্যাসিস্টে অস্ট্রিয়াকে এগিয়ে দেন মাইকেল গ্রেগরিশ। এর মাধ্যমে এই আসরে ডিফেন্দার হিসেবে প্রথম এ্যাসিস্ট প্রোভাইদার হলেন আলাবা।

৮৯ মিনিটে মার্কো আরনাউতোভিচের গোলে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে অস্ট্রিয়া।

Exit mobile version