Site icon Jamuna Television

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা দেয়ার দাবি কাদেরের

বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সকালে, কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ দাবি করেন। এসময়, একুশ এবং একাত্তরের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিশ্বের ৩০ কোটি বাংলা ভাষাভাষী মানুষের ভাষাকে জাতিসংঘ তার দাপ্তরিক ভাষার স্বীকৃতি দিবে এটাই আমাদের প্রত্যাশা। আজকের এই দিনে বাঙালি জাতির পক্ষ থেকে আমি এই দাবিই জানাচ্ছি।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version