Site icon Jamuna Television

১৯তম গ্র্যান্ড স্লাম জিতলেন জকোভিচ

দ্বিতীয়বারের মত ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতলেন নোভাক জকোভিচ। সিৎসিপাসকে ৩-২ সেটে হারিয়ে জিতে নিয়েছেন ক্যারিয়ারের ১৯তম গ্র্যান্ড স্লাম।

রোববার রোলাঁ গারোয় প্রথম দুই সেটে কোণঠাসা হওয়ার পর দুরন্ত প্রত্যাবর্তন করেন জকোভিচ। ৫ বছর পর ফের ফ্রেঞ্চ ওপেন জয়ের নজির গড়েন তিনি।

প্রথমবারের মত যেকোন ধরনের গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠে শিরোপা জয়ের আশা জাগিয়েছিলেন সিৎসিপাস। তবে শেষ পর্যন্ত সেটি ধরে রাখতে পারেননি তিনি। প্রথম সেট টাইব্রেকে আর দ্বিতীয় সেটে ৬-২ গেমের জয় তুলে দারুণ শুরু ছিলো আসরের পঞ্চম বাছাইয়ের। তবে তৃতীয় সেটে ঘুরে দাড়ান জকোভিচ। ৬-৩ গেমের জয় তুলে নেন সাবেক এই চ্যাম্পিয়ন। চতুর্থ ও পঞ্চম সেটে জয় তুলে নেন যথাক্রমে ৬-২ ও ৬-৪ গেমে।

এদিন জয়ের ফলে তিনি স্পর্শ করলেন ৫২ বছর আগের এক রেকর্ড। রয় এমার্সন এবং রড লেভারের পর তিনিই হলেন বিশ্বের দ্বিতীয় খেলোয়াড়, যিনি প্রত্যেকটি গ্র্যান্ড স্লাম অন্তত দুবার করে জিতলেন।

Exit mobile version