Site icon Jamuna Television

ইউরোর ফল বলে দিচ্ছে জ্যোতিষী বিড়াল-কুকুর

ফুটবলে প্রাণী দিয়ে ম্যাচের ফলাফলের ভবিষ্যদ্বানী করানো নতুন কিছু নয়। এবার ইউরোও তার ব্যতিক্রম না। ইউরো ফুটবল নিয়ে ভবিষ্যদ্ববাণী করে আলোচনায় এসেছে ব্রিটেনের এক কুকুর ও রাশিয়ার এক বিড়াল।

যদিও এখন পর্যন্ত ফলাফল আগেই আন্দাজ করতে গিয়ে মিশ্র অভিজ্ঞতা হয়েছে এই দুই প্রাণীর। রাশিয়ান সংবাদমাধ্যম তাস জানিয়েছে, বিড়ালের ভবিষ্যদ্ববাণী সঠিক হলেও ভুল হয়েছে কুকুরের করা প্রেডিকশন।

প্রথম ভবিষ্যদ্ববাণীতেই শতভাগ সফল সাদা রংয়ের আচিলস নামের বিড়াল। রাশিয়া-বেলজিয়াম ম্যাচে কে জিতবে এমন প্রশ্নে তার বাজি ছিলো বেলজিয়ামকে নিয়েই। আর সেন্ট পিটার্সবার্গের এই বিড়ালের ভবিষ্যদ্ববাণীকে সফল করে দিয়ে রাশিয়াকে ৩-০ গোলে হারিয়েছে বেলজিয়াম।

তবে প্রথম ভবিষ্যদ্ববাণীতেই ব্যর্থতার মুখ দেখতে হয়েছে দ্যা পিচিক সসেজ নামের এক কুকুরকে। ইংল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচের ফলাফল ড্র হবে। এমনটাই ছিলো তার ভবিষ্যদ্ববাণী। কিন্তু তার প্রেডিকশন ভুল প্রমাণ করে রোববারের সেই ম্যাচে জয় তুলে নেয় ইংল্যান্ড।

Exit mobile version