
কক্সবাজারের পেকুয়ায় একটি পোল্ট্রিফার্মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে। রোববার রাতে সদর ইউনিয়নের বটতলীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- উপজেলার রাজাখালী ইউনিয়নের রব্বত আলী পাড়ার বাসিন্দা নাজেম উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (১৩) ও একই ইউনিয়নের উত্তর সুন্দরী পাড়ার বাসিন্দা মো. ইউনুসের ছেলে মো. তোহা (১৪)। তারা স্থানীয় খামারি সাজ্জাদ উদ্দিনের মাছের ঘের ও মুরগি খামারের কর্মচারী ছিল।
স্থানীয়রা জানায়, রাতে তোহা তার সহকর্মী শহিদুলকে সাথে নিয়ে ঘেরের উত্তর পাড়ে বাতি লাগাতে যায়। এসময় নিচে পড়ে থাকা তারে যুক্ত একটি লোহার রডে কর্মচারী তোহা বিদ্যুৎস্পৃষ্ট হয়। তখন তার সাথে থাকা অপর কর্মচারী শহিদুল তাকে উদ্ধার করতে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply