Site icon Jamuna Television

সিরিয়ায় হাসপাতালে মিসাইল হামলা, ১৮ জনের মৃত্যু

সিরিয়ার আফরিন শহরে হাসপাতালে মিসাইল ছোঁড়ার ঘটনা ঘটেছে। মিসাইলে দুই চিকিৎসাকর্মীসহ কমপক্ষে ১৮ জন প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে গার্ডিয়ান। এই হামলায় আহত হয়েছেন অনেকেই।

খবরে বলা হয়েছে, রোববার (১৩ জুন) তুর্কি যোদ্ধাদের নিয়ন্ত্রিত আফরিন শহরের ‘আল-শিফা’ হাসপাতাল হামলার শিকার হয়। মিসাইলের আঘাতে ধ্বংসস্তুপে পরিণত হয়ে যায় হাসপাতালটি। কর্তৃপক্ষ জানিয়েছে সেখানে আর চিকিৎসা সেবা দেয়া সম্ভব নয়। মুমূর্ষু রোগীদের কোথায় সরানো হবে বা কি চিকিৎসা দেয়া হবে তা নিয়ে তারা উদ্বিগ্ন আছেন।

ন্যাক্কারজনক এই হামলার পেছনে কারা দায়ী তা এখনও জানা যায়নি। কোনো পক্ষের কাছ থেকেই এই হামলার দায় স্বীকার করা হয়নি। তবে এই এলাকার দখল নিতে দীর্ঘদিন ধরে মরিয়া বাশার আল আসাদের বাহিনী এবং তাদের মিত্র কুর্দি যোদ্ধারা।

Exit mobile version