Site icon Jamuna Television

সাকিব ইস্যুতে মোহা‌মেডানের সংবাদ স‌ম্মেলন স্থ‌গিত

সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা ইস্যুতে পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনটি ‘অনিবার্য কারণবশত’ স্থগিত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।

সোমবার (১৪ জুন) বেলা ১১টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। আজ বিকেল সাড়ে তিনটায় সংবাদ সম্মেলনটি হবার কথা ছিল।

মোহামেডানের পরিচালক ও ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মতিঝিলে ক্লাব প্যাভিলিয়নে পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনটি ‘অনিবার্য কারণবশত’ স্থগিত করা হলো।

সংবাদ সম্মেলনের পরবর্তী তারিখ ও সময় পরে জানানো হবে বলে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, আবাহনী লিমিটেডের বিপক্ষে খেলায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে সাকিবকে লেভেল থ্রি অফেন্স অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছে। দুইবার অসদাচরণের জন্য তাকে ৩ ম্যাচ নিষিদ্ধ ও ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে সাকিবের মেজাজ হারানোর ঘটনায় আবারও আলোচনায় এসেছে ঘরোয়া ক্রিকেটের অনিয়ম ও মানহীন আম্পায়ারিংয়ের বিষয়টি।

Exit mobile version