Site icon Jamuna Television

সাবেক ছাত্রলীগ নেতা জাকির হোসেনকে হেনস্তার অভিযোগ

বাড়ি থেকে ঢাকা যাওয়ার পথে মৌলভীবাজারের জুড়িতে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা এস এম জাকির হোসেনকে হেনস্তার অভিযোগ উঠেছে। এই ঘটনার জেরে এক যুবলীগ নেতার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

রোববার (১৩ জুন) রাতে জুড়ি বাজারের বিজিবি ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাতে এসএম জাকির হোসেন নিজ বাড়ি জুড়ি থেকে বাবা-মাকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন। পথে উপজেলা যুবলীগের সহ-সভাপতি আহমদ কামাল অহিদের ঘনিষ্ঠ কয়েকজন স্থানীয় ছাত্রলীগ কর্মী মোটরবাইক নিয়ে তার গাড়ি অতিক্রম করার সময় সাইড দিচ্ছিলো না। এ সময় জাকির হোসেন গাড়ি থেকে নামেন এবং দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

জাকির হোসেনকে হেনস্তার খবরে তার অনুসারীরা রাতে যুবলীগ নেতা আহমদ কামাল অহিদের বাসায় হামলা করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

এদিকে, জাকির হোসেন তার ফেসবুক পেজে তার সাথে যা ঘটছে এরকম যেনো শত্রুর সাথেও না ঘটে এমন একটি পোস্টও দিয়েছেন। মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কল রিসিভ করেননি।

ইউএইচ/

Exit mobile version