Site icon Jamuna Television

ভারতে গেলো সপ্তাহেই করোনায় মৃত্যুহার বেড়েছে ১৯ শতাংশ

ভারতে গেলো সপ্তাহেই করোনায় মৃত্যুহার ১৯ শতাংশ বেড়েছে। রোববারও দেশটিতে মারা গেছেন ১৭শ’ ৬১ জন। এতে মোট প্রাণহানি তিন লাখ ৭৪ হাজার ছাড়ালো।

তবে নিম্নমুখী হয়েছে নতুনভাবে সংক্রমণ শনাক্তের হার। রোববারও দেশটির সাড়ে ৬৮ হাজারের মতো মানুষের দেহে মিলে ভাইরাসটি। মহামারি পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় নয়াদিল্লিতে আজ থেকে পুরোপুরি চালু হচ্ছে মেট্রো ও বাস চলাচল। তবে যাত্রী সংখ্যা অর্ধেক রাখার কঠোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দোকানপাটও সব খুলে যাবে আজ। রেস্টুরেন্টে শারীরিক দূরত্ব বজায় রেখে বসতে পারবেন ক্রেতারা।

এদিকে, পাবলিক হেলথ ইংল্যান্ডের নতুন গবেষণা অনুসারে, রূপ পরিবর্তন করছে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট- ডেল্টা। সেটি মানবদেহের জন্য আরও বেশি ক্ষতিকর।

ইউএইচ/

Exit mobile version