Site icon Jamuna Television

বাহিনীর শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা: আইজিপি

বাহিনীর শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেবার হুশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। আজ সোমবার (১৪ জুন) বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমী সারদা রাজশাহীতে ৩৮ তম ক্যাডেট এসআই ২০২০ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ বলেছেন, আমাদের প্রয়োজন মানবিক পুলিশ, মানবিক দৃষ্টিভঙ্গির প্রসারে যুগোপযোগী প্রশিক্ষণ অত্যাবশ্যক। আধুনিক তথ্য প্রযুক্তির অন্ধকার দিক পরিহার করে আলোকিত অংশটি কাজে লাগিয়ে ডিজিটাল বাংলাদেশ গঠনের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। স্বার্থের উর্ধ্বে উঠে দায়িত্ব পালনের মানসিকতা ধারন করতে হবে।

তিনি আরও বলেন, সোসাল মিডিয়ায় বিভিন্ন অ্যাপের মাধ্যমে ঝুঁকি তৈরি হচ্ছে। এটি রুখে দিতে হবে। মাদকসহ অন্যান্য খারাপ কাজ থেকে যুবকদের বিরত রাখতে কাজ করতে হবে।

এ সময় করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি।

প্যারেডে ৫৭ জন নারী সহ মোট ১২৩১ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। প্রশিক্ষণে সাফল্যের কীর্তি রাখায় ৬ জন শ্রেষ্ঠ ক্যাডেটের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি।

Exit mobile version