Site icon Jamuna Television

থানায় মামলাকারীর এনআইডি জমা দেয়ার নির্দেশ হাইকোর্টের

থানায় বা আদালতে মামলা করার ক্ষেত্রে অভিযোগকারীর জাতীয় পরিচয়পত্র জমা দেয়া বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

৪৯টি ভুয়া মামলায় নাকাল এহসানুল আকরাম কাঞ্চনের করা রিট শুনানি হয় আজ। এ সময় বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। এ বিষয়ে তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দেয়ারও নির্দেশ দেয় আদালত।

আদালত বলেন, এনআইডি যাচাই-বাছাই করে মামলা নিলে এ ধরনের ভোগান্তি কমবে। ভুক্তভোগী কাঞ্চনের বিরুদ্ধে নারী নির্যাতন, ধর্ষণ, মানবপাচার ও অ্যাসিডসহ নানা অভিযোগে ৪৯টি মামলা করা হয়। এর মধ্যে ৩৬টি থেকে অব্যাহতি পেয়েছেন তিনি। বিচারাধীন আছে আরও ১৩টি। এসব মামলায় ৫ বছরের বেশি কারাভোগ করেছেন তিনি।

ইউএইচ/

Exit mobile version