Site icon Jamuna Television

কুষ্টিয়ায় ৩ খুন: সৌমেনকে আদালতে নেওয়া হয়েছে

কুষ্টিয়ায় নারী-শিশু ও এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত এএসআই সৌমেন রায়কে আদালতে নেওয়া হয়েছে।

এর আগে রোববার (১৩ জুন) কুষ্টিয়া শহরের কাস্টমস মোড়ে এক নারী, তার শিশু ও এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় পুলিশের এএসআই সৌমেন রায়কে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন নিহত যুবক শাকিলের বাবা মেজবার রহমান। রোববার রাতে মামলাটি দায়ের করা হয়।

এদিকে, চাঞ্চল্যকর এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাময়িক বরখাস্ত করা হয়েছে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সৌমেন রায়কে।

কুষ্টিয়া জেলা পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পুলিশ কর্মকর্তা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সরকারিভাবে বরাদ্দকৃত পিস্তল দিয়ে তিনজনকে হত্যার কথা স্বীকার করেছে। নিহতদের লাশ ময়নাতদন্ত শেষে আজ পরিবারের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।

Exit mobile version