Site icon Jamuna Television

ঢাকাস্থ লিঁয়াজো অফিস বন্ধ ঘোষণা করলেন বেরোবির নতুন উপাচার্য

স্টাফ রিপোর্টার, রংপুর:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিঁয়াজো অফিস বন্ধ ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়টির নবনিযুক্ত উপাচার্য ড. হাসিবুর রশীদ।

আজ সোমবার (১৪ জুন) সকালে ক্যাম্পাসে যোগদান করে সাংবাদিকদের সাথে আলাপকালে এই ঘোষণা দেন তিনি। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহণের কথা জানান।

এছাড়াও কর্মকর্তা-কর্মচারীদের হয়রানিমূলক বদলি, সাসপেনশন, শিক্ষকদের অবৈধ পদায়ন, শিক্ষার্থীদের সেশনজট, পরীক্ষা নেয়াসহ অন্যান্য বিষয়গুলো নিয়মতান্ত্রিকভাবে সমাধানের আশ্বাস দেন। উপাচার্য হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকবেন বলেও জানান তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে বরণ করে নেয় নব-নিযুক্ত উপাচার্যকে।

এর আগে তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিযুক্ত ছিলেন। গত ৯ জুন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ঢাকা ড. হাসিবুর রশীদকে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

Exit mobile version