Site icon Jamuna Television

নাটোরে মুক্তিযুদ্ধকালীন পরিত্যক্ত রাইফেলের গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার, নাটোর:

নাটোরে একটি কৃষি জমিতে ড্রেন কাটার সময় পরিত্যক্ত অবস্থায় রাইফেলের ৩৭৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (১৪ জুন) সকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আয়নাল হকের জমি থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন জানান, কৃষক আফাজ উদ্দিন জমি থেকে পানি নিষ্কাশনের জন্য ড্রেন কাটতে শ্রমিক নেন। শ্রমিকরা ড্রেন কাটার সময় সেখান থেকে রাইফেলের কয়েকটি পরিত্যক্ত গুলি উদ্ধার করে। পরে এভাবে শ্রমিকদের কোদালে মাটির সাথে আরও গুলি উঠে আসতে থাকলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আগামীকাল মঙ্গলবার নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গুলিগুলো উপস্থাপন করা হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী গুলিগুলো সংরক্ষণ করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত গুলিগুলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ের ফেলে যাওয়া থ্রি নট থ্রি রাইফেলের গুলি।

Exit mobile version