Site icon Jamuna Television

আখাউড়ায় জাল টাকাসহ দম্পতি গ্রেফতার

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের অভিযানে জাল টাকাসহ ওবায়দুল হক (৩৮) এবং জাহানারা বেগম কমলা (৩৫) নামের এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একশত টাকা মূল্যমানের ১০৫টি জাল নোট ও একটি মোবাইল উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুর ২টার দিকে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে। রোববার রাতে উপজেলার মোগড়া ইউনিয়নের জাঙ্গাল গ্রাম থেকে ওই স্বামী-স্ত্রীকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। রাতেই গ্রেফতারকৃত ওবায়দুল ও তার স্ত্রী কমলার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওবায়দুল হক উপজেলার মোগড়া ইউনিয়নের জাঙ্গাল গ্রামের হারিছ মিয়ার ছেলে।

আখাউড়া থানার ওসি মিজানুর রহমান যমুনা টেলিভিশনকে বলেন, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওবায়দুল হক ও তার স্ত্রী কমলাকে দশ হাজার পাঁচ’শ জাল টাকাসহ গ্রেফতার করা হয়েছে। ওবায়দুল হকের বিরুদ্ধে আখাউড়া থানায় ডাকাতি, অস্ত্র ও অপহরণের ৪টি মামলা রয়েছে।

ইউএইচ/

Exit mobile version