Site icon Jamuna Television

মেক্সিকোতে সিরিয়াল কিলারের বাড়ি থেকে প্রায় চার হাজার হাড় উদ্ধার

মেক্সিকোতে সিরিয়াল কিলারের বাড়ি থেকে প্রায় চার হাজার হাড় উদ্ধার

মেক্সিকোর একটি সিরিয়াল কিলারের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে প্রায় চার হাজার হাড়। শনিবার অভিযান চালিয়ে ঘরের মেঝে খুঁড়ে এসব হাড় উদ্ধার করা হয়।

দেশটির গয়েন্দা সংস্থা বলছে, কমপক্ষে ১৭টি মানুষের দেহবাশেষের হাড় হবে এগুলো। একই দিন উদ্ধার করা হয়, ৯১টি ছবি, বেশ কিছু পরিচয় পত্র, ৮টি মোবাইল ফোন। এছাড়া বেশ কিছু গহনাও উদ্ধার করা হয়।

সবশেষ ১৪ মে একজন নারীকে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে ওই ব্যক্তির বিরুদ্ধে। এর পরই তদন্তে বেরিয়ে আসে ভয়াবহ এই চিত্র।

তদন্তের স্বার্থে ৭২ বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। নিরাপত্তা বাহিনীর ধারণা, বহু বছর ধরে হত্যাকাণ্ড ঘটিয়ে আসছে অভিযুক্ত ব্যক্তি।

এনএনআর/

Exit mobile version