Site icon Jamuna Television

খালেদা জিয়ার জন্ম তারিখ নিয়ে বিএনপির বক্তব্য আইন বিরুদ্ধ: ড. হাছান মাহমুদ

রিজেন্টের ভুয়া সার্টিফিকেট নিয়ে কেউ প্রণোদনা পাবেন না: তথ্যমন্ত্রী

কেউ একবারের বেশি জন্মাতে পারে না। তাই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্ম তারিখ বিষয়ে আদালতের নির্দেশনা নিয়ে বক্তব্য দিয়ে বিএনপি আইন বিরুদ্ধ কাজ করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

দুপুরে (১৪ জুন) সচিবালয়ে এ নিয়ে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, প্রাকৃতিক নিয়মে একজন একবারের বেশি জন্মাতে পারে না। কারো জন্ম তারিখও একটির বেশি হতে পারে না। শুধুমাত্র ১৫ আগস্টের শোকাবহ দিনকে অশ্রদ্ধা প্রদর্শনের জন্যই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্ম তারিখ পাল্টানো হয়েছে। এক্ষেত্রে আদালত নির্দেশনা দিয়েছে। কিন্তু এ নিয়ে বিএনপি নেতাদের বক্তব্য আইনের প্রতি অশ্রদ্ধার সামিল।

Exit mobile version