Site icon Jamuna Television

টিকা নিয়ে শরীর চুম্বকের মতো হয়ে যাওয়ার আজগুবি দাবি

করোনার টিকা নেয়ায় শরীর চুম্বকের মতো হয়ে গেছে!

করোনাভাইরাসের টিকা নেয়ার পর ভারতের পশ্চিমবঙ্গে বেশ কিছু মানুষের শরীর চুম্বকের মতো হয়ে যাওয়ার আজগুবি দাবি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এ সংক্রান্ত বেশ কিছু ছবি ও ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে।

ফুটেজে দেখা যায় শরীরে আটকে যাচ্ছে কয়েন, হাতা, খুন্তি, চামচ, মোবাইল ফোন ,গাড়ির ছবির মত ধাতব বস্তু। শুধু পশ্চিমবঙ্গেই নাকি এমন চার ব্যক্তির খোঁজ মিলেছে। তারা দাবি করেন, করোনার টিকা নেয়ার পরে শরীর চুম্বক হয়ে গেছে। যা নিয়ে স্থানীয়দের মাঝে আলোড়ন তৈরি হয়েছে। আতঙ্ক ছড়িয়েছে জনমনে। কিন্তু এমন দাবির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। বরং এটিকে লোক ঠকানোর পাঁয়তারা হিসেবে অভিহিত করেছেন কেউ কেউ।

নেপাল বাবু নামের এক ব্যক্তির দাবি, গেলো ৭ জুন কোভিশিল্ড ভ্যাকসিন গ্রহণের পর তার শরীরেও আটকে যাচ্ছে ধাতব বস্তু।

চিকিৎসকরা বলছেন, ভ্যাকসিনের সাথে এই ধরনের ঘটনার কোনো সম্পর্ক নেই। কেউ কেউ হয়তো বিজ্ঞানকে কাজে লাগিয়ে অন্য কোন উপায়ে শরীরে ধাতব বস্তু আটকে রাখার চেষ্টা করছেন। এসব আজগুবি দাবি করা ব্যক্তিদের সঠিক তদন্তের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

এনএনআর/

Exit mobile version