Site icon Jamuna Television

বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত বিমান বাহিনী প্রধানের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আবদুল হান্নান।

সোমবার দুপুরে সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এসময় বিমান বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আবদুল হান্নান। এসময় বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএনআর/

Exit mobile version