Site icon Jamuna Television

স্পেন ও সুইডেনের হাই ভোল্টেজ ম্যাচ আজ

ইউরো’তে আজ রয়েছে ৩টি ম্যাচ। যেখানে বাংলাদেশ সময় রাত ১টায় দিনের হাই-ভোল্টেজ ম্যাচে সুইডেনকে আতিথ্য দেবে স্পেন। সন্ধ্যা ৭টায় শুরু হওয়া দিনের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে এখন খেলছে চেক রিপাবলিক। আর রাত ১০টায় পোল্যান্ড খেলবে স্লোভাকিয়ার বিপক্ষে।

ই গ্রুপের দুই বড় দলের মুখোমুখি দেখায় ৭ জয় নিয়ে এগিয়ে স্পেন। বিপরীতে মাত্র ৩ জয় সুইডেনের। যেখানে দুই দলের ১৫ দেখার ৫ ম্যাচই হয়েছে ড্র। তবে মহামারীর মাঝে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে করোনার প্রভাব আছে দুই দলের মাঝেই। স্প্যানিশ কোচ লুইস এনরিকে দলে সিনিয়র ফুটবলারদের অভাব অনুভব করছেন। সবশেষ সার্জিও বুসকেটসের পর গত মঙ্গলবার (৮ জুন) লিডস ডিফেন্ডার দিয়েগো লরেন্তেও করোনা পজেটিভ শনাক্ত হওয়ায় তাদের ট্রেনিং বাবল ১৭ জনে এসে ঠেকলো।

করোনা আক্রান্ত হয়ে আছেন বিপক্ষ শিবিরেও। এর সাথে ইনজুরির কারণে আসর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অবসর ভেঙ্গে ফিরে আসা সুইডিশ সুপারস্টার জ্লাটান ইব্রাহিমোভিচ। পাশাপাশি দলের দুই ফুটবলার গেল সপ্তাহে করোনা আক্রান্ত হওয়ায় চাপে রয়েছে সুইডেনও।

Exit mobile version