Site icon Jamuna Television

নাফ নদী থেকে দুই নারীর ভাসমান মরদেহ উদ্ধার

নাফ নদী থেকে দুই নারীর ভাসমান মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে দুই নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে হ্নীলা ইউনিয়নের আলীখালী সংলগ্ন নাফনদীর তীর থেকে মরদেহ উদ্ধার হয়।

পুলিশ জানায়, নাফ নদীতে ভাসমান দুই নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। লাশ দু’টি ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে শনিবার উদ্ধার হওয়া ৩ রোহিঙ্গার সাথে তারাও নৌকাডুবিতে নিহত হয়েছেন। এ নিয়ে ৩ দিনে নারী ও শিশুসহ ৬ জনের মরদেহ উদ্ধার হলো।

স্থানীয়রা জানায়, গোপনে নৌকায় করে মিয়ানমার পাড়ি দিতে গিয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌকাডুবিতে তাদের মৃত্যু হয়েছে।

এনএনআর/

Exit mobile version